Tomar Ghore Bosot Kore full Song’s Lyrics and other information. This song is written by Zahid Ahmed. It is a beautiful folk song. If you have anything to say about these lyrics, let us know in the comment. So Friends let's read these Lyrics and We Share This With our Friends by Facebook, Whatsapp, Instagram, or Another Sharing App.
তোমার ঘরে বাস করে কারা
ও মন জান না
তোমার ঘরে বাস করে কারা
ও মন জান না
তোমার ঘরে বসত করে
কয় জনা মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
এক জনে ছবি আঁকে
এক মনে, ওরে মন
আরেক জনে বসে বসে
রঙ মাখে, ওরে মন
এক জনে ছবি আঁকে
এক মনে, ওরে মন
আরেক জনে বসে বসে
রঙ মাখে, ওরে মন
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে
কয় জনা মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
এক জনে সুর তোলে
এক তারে, ওরে মন
আরেক জনে মন্দিরাতে
তাল তোলে, ওরে মন
এক জনে সুর তোলে
এক তারে, ওরে মন
আরেক জনে মন্দিরাতে
তাল তোলে, ওরে মন
ও আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা
বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে
কয় জনা মন জান না
তোমার ঘরে বসত করে কয়জনা
রস খাইয়া হইয়া মাতাল,
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখো হাত ফসকে যায়
ঘোড়ার লাগাম
সেই লাগামখানা ধরে দেখো
কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে
কয় জনা মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
0 Comments: