Sei Raate Raat Chilo Purnima (সেই রাতে রাত ছিল পূর্ণিমা) full Song’s Lyrics, Notations, Scale and other information. This song is sung by Kishore Kumar. So Friends let's read these Lyrics and We Share This With our Friends by Facebook, Whatsapp, Instagram, or Another Sharing App.
Song Informations
Song:- Sei Raate Raat Chilo Purnima
Singer:- Kishore Kumar
Music:- Kishore Kumar
Lyrics:- Shibdas Banerjee
Music On YouTube:- Saregama
Sei Raate Raat Chilo Purnima(সেই রাতে রাত ছিল পূর্ণিমা) Lyrics in Bengali-Kishore Kumar
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে,
সেই রাতে রাত ছিলো পূর্ণিমা
রঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে,
সব ভালো লাগছিলো চন্দ্রিমা
খুব কাছে তোমাকে পাওয়াতে।
মন খুশি উর্বশী সেই রাতে
সুর ছিলো গান ছিলো এই প্রাণে,
ঐ দুটি হাত ছিলো এই হাতে
কি কথা বলছিলে মন জানে।
সব ভালো লাগছিলো তুমি ছিলে তাই
মন ছিলো মনেরই ছায়াতে।
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে।
জুজু জু জু
রাত আসে রাত চলে যায় দূরে
সেই স্মৃতি ভুলতে কি আজ পারি,
পুরানো দিন আছে মন জুড়ে
ভালোবাসা হয়েছে ভিখারী।
ধূপকাঠি মন জ্বলে একা একা তাই
সেই তুমি নেই তুমি নেই সাথে।
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে,
সব ভালো লাগছিল চন্দ্রিমায়
খুব কাছে তোমাকে পাওয়াতে।
Sei Raate Raat Chilo Purnima lyrics in English Font
0 Comments: