Basanta Ese Gache (বসন্ত এসে গেছে) Lyrics In Bengali | Chotushkon
Basanta Ese Gache (বসন্ত এসে গেছে) Lyrics in Bengali-Chotushkon
Contents
Basanta Ese Gache (বসন্ত এসে গেছে) full Song’s Lyrics, Notations, Scale and other information from movie Chotushkon. This song is sung by Lagnajita. So Friends let’s read these Lyrics and We Share This With our Friends by Facebook, Whatsapp, Instagram, or Another Sharing App.
Song Informations
Song:- Basanta Ese Gache
Singer:- Lagnajita
Movie:- Chotushkon
Music:- Anupam Roy
Lyrics:- Anupam Roy
Music On YouTube:- T-Series
Basanta Ese Gache (বসন্ত এসে গেছে) Lyrics in Bengali-Chotushkon
বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবানী
বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি
বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের
ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
গগনের নভোনীলে
মনেরও গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ
পলাশেরও নেশা মাখি
চলেছি দুজনে
বাসনার রঙে মিশি
শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়
কোকিলের কুহু তান
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
পূর্ণিমা রাতে ঐ
ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে
বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা
কেমনে বাজিবে বেনু
আবেগে কাঁপিছে আঁখি
বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের
ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
এই বসন্তে অনেক জন্ম আগেa
তোমায় প্রথম দেখেছিলেম আমি
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে, তোমার কাছে
আমার কাছে
বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের
ধুলি মাখা চরনে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
Basanta Ese Gache lyrics in English Font
Batashey bohiche prem
Noyone lagilo nesha
Kara je dakilo piche
Basanta ese geche
Modhuro amrito bani
Bela gelo shohoje
Moromey uthhilo baji
Basanta ese geche
Thaak tobo bhuboner
Dhuli makha chorone
Matha noto korey robo
Basanta ese geche
Basanta ese geche
Gogoner novonile
Monero gopone
Baje oi baje oi baje oi
Polashero nesha makhi
Cholechi dujone
Basonar ronge mishi
Shyamole swapane
Kuhu kuhu sona jai
Kokiler kuhutan
Basanta eshe geche
Basanta ese geche
Ei bosonter onek jonmo aage
Tomay prothom dekhechilam ami
Hetechilem niruddesher pane
Sei bosonto ekhon vishon daami
Amar kache, Tomar kache
Amar kache
Basanta ese geche
Basanta ese geche
Basanta ese geche
Basanta ese geche