Jokhon Somoy Thomke Daray (যখন সময় থমকে দাঁড়ায়) Lyrics in Bengali-Nachiketa
Jokhon Somoy Thomke Daray full Song’s Lyrics,Notations,Scale and other informations PDF File Download. This song is sung by Nachiketa Chakraborty . So Friends lets read this Lyrics and We Share This With our Friends by Facebook,Whatsapp,Message or others Sharing app and Download Pdf file.
যখন সময় থমকে দাঁড়ায়
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
যখন সময় থমকে দাঁড়ায়
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধু আমাকেই দিয়ে ফাঁকি
যখন আমার গানের পাখি
শুধু আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
যখন এ মনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
যখন এ মনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্ত-ক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
0 Comments: