Top 60+ Best Emotional Quotes In Bengali With Images (2023)

Best emotional quotes,emotional quotes in bengali, best sad quotes in bengali, sad quotes in bengali, emotional quotes for boys, heart touching quotes in bengali,

নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের একটি নতুন পোস্ট যেটিতে আলোচনা করেছি Top 60+ Best Emotional Quotes In Bengali With Images 2023 নিয়ে।

আমরা সবাই সাধারনত Facebook, Whatsapp এ সার্চ করি নানা ধরনের Love Quotes, Sad Quotes, Motivational quotes in Bengali.

কিন্তু আমরা সেখানে আমাদের প্রয়োজনমতো সঠিক Quotes টি অনেক সময় পাইনা। তাই এই ব্লগটিতে আমরা নানা ধরনের আলাদা আলাদা Quotes গুলি আলাদা আলাদা ক্যাটাগরির মাধ্যমে তুলে ধরব যাতে আপনাদের Quotes গুলি পেতে খুব সুবিধা হয়।

আজকে এই পোস্টটিতে আমরা দেখছি sad emotional quotes in bengali , নানা ধরনের sad quotes of love in bengali আমরা উল্লেখ করেছি । এটা বলা যায় best sad emotional quotes in bengali । যদি আপনি sad quotes in bangla font, emotional quotes চান তাহলে আপনি ঠিক সাইট এ এসেছেন অর্থাৎ সমস্ত লেখাগুলি আপনি পাচ্ছেন বাংলা ভাষায়।

Contents

Top 60+ Best Emotional Quotes In Bengali With Images (2023)

মানুষ তখনই কাঁদে ,

যখন তার মনের সঙ্গে লড়াই করে

হেরে যায় ।

কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না ।

আমরা তাদেরকেই চাই, যাদের মনে আমাদের জন্য জায়গা নেই ।

ঠিক ততটাই ভালো থেকো , যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না

আজ যদি Online থেকে

Offline এ হারিয়ে যাই আমি,

কাল হয়তো আমাকে কেউ আর খুঁজবে না

তোমার আমার দূরত্ব সমানে সমান

তবু আজও আছে ভালোবাসা বহমান।

থাকলে কাছে কে আর বোঝে কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে।

এই শহরে আবেগের

জায়গা কেউ দেয় না

স্বার্থ ছাড়া ভেতর ঘরে

নামটা কেউ লেখে না।

তোকে ভুলতে পারলেও কখনো তোর স্মৃতিকে ভুলতে পারবো না

বেঁচে তো আছি কিন্তু তোকে ছাড়া ভালো নেই ভালো আমি বেসেছিলাম তুইও বেঁচে ছিল কিন্তু আজ শুধু আমি একা কাঁদছি যদি তুমি আমাকে সত্যি ভালবাসতে তবে আমায় ছেড়ে চলে যেতে পারতে না
যখন তুমি ছিলে তখন তুমি আমার নেশা ছিলে এখন তুমি নেই তাই নেশাতেই তোমায় খুঁজি ভালোবাসি যত সহজে বলা যায় ততো সহজে ভালোবাসার মানুষটিকে ছাড়া যায় না আমি ভালো আছি। তুমিও যেখানেই থেকো ভালো থেকো। কারণে হোক বা অকারণে আমি জানিনা আমি কেন শুধু তোমায় ভালোবাসি খুব সহজেই কাছের মানুষগুলো চলে যাওয়ার সময় বলে যায় ভালো থেকো কিন্তু ভালো থাকার কারণটা তো সে নিজে

তোমায় ছাড়া নিজেকে খুব একা মনে হয় তবু দেখো আজ একা একা অনেকটা পথই এগিয়ে চলেছি তোমার আমার ভালোবাসা জন্ম-জন্মান্তরের
আজ না হয় কাল তুমি ঠিক আমার হবেই কাছে আসার জন্য কখনো কখনো দূরে যাওয়ার প্রয়োজন হয় ভালো থাকার কারণ যেই মানুষটি ছিল আজ সে অন্যকে ভালো রাখতে ব্যস্ত

কিছু কিছু মানুষ একজন কেই সারা জীবন ভালোবেসে যায় কখনো তোমায় ছাড়া পথ চলতে হবে ভাবিনি কিন্তু আজ এই পথে আমি শুধু একা আমি পরাজিত নই তুমি আমার মূল্য বুঝতে পারোনি আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি ভালবাসলে নাকি সে ভালোবাসা পাওয়া যায় না তাই হয়তো তুমি আর আমার হলে না

মানুষের মন খুবই নরম খুব সহজেই ভেঙে যায় কিন্তু সহজে জোড়া লাগে না কারো মনে আঘাত দিও না তুমি সুখী হতে পারবে না তুমি আমার ভুল ছিলে কিনা জানিনা কিন্তু সবথেকে বেশি কষ্টটা আমি তোমার থেকেই পেয়েছি ভালবাসলে সত্যি পাওনা বলতে সবচাইতে বেশি কষ্টটাই পাওয়া হয়

অবস্থান হোক না যতো দূর আত্মার মিল হবে অদৃশ্যের মাঝেই সবাই পড়ে কেউ প্রকাশ করে আর কেউ করে না যে তোমাকে কাঁদায় তাকে মনে রেখে লাভ কি তাকে জীবন থেকে মুছে ফেললে তবে তুমি ভালো থাকবে আর কারো ভালোবাসা চাইনা একা থাকতে চাই একাই বাঁচতে চাই

ভুলটা আমার স্বপ্নটা আমি একাই দেখেছিলাম তাই কষ্টটাও আমি একাই পাচ্ছি আর যাইহোক আমাকে তোমায় ভুলে যেতে বলো না কারন তোমাকে ভুলে থাকলে আমি আর বেঁচে থাকব না যে মানুষকে যত বেশি ভালবাসবে সেই মানুষ তোমায় যত বেশি কাঁদাবে

কিছু কষ্ট না আমরা কাউকে বলতে পারি না কেউ সেগুলি বোঝে শুধু সেগুলো ভেবে আমাদের নিজেদেরকে কষ্ট পেতে হয় আমি একজন ব্যর্থ প্রেমিক কারন আমি তোমাকে বোঝাতে পারিনি তোমাকে আমি কতটা ভালোবাসি পারফেক্ট মানুষ সবাই চায় কিন্তু কেউ চায় না অন্যের জন্য পারফেক্ট মানুষ হতে সহজ নয় তোকে অন্য কারোর হতে দেখা

কাউকে দূর থেকে ভালোবাসা যাওয়াই ভালো কারণ তাতে অন্তত হারানোর ভয় থাকে না যদি সম্পর্কে ভালোবাসায় না থাকে তবে সেই সম্পর্ক রেখে লাভ কি তোমাকে আমি আজও ভুলতে পারিনি শুধু ভুলে থাকার নাটক করেছি কাউকে ভালোবাসি বলার আগে একবার ভেবে দেখো তাকে আদৌ সুখে রাখতে পারবে তো ভালোবাসি বলা খুব সহজ কিন্তু সারা জীবন সেই ভালোবাসার মানুষটিকে ভালো রাখার সহজ নয় আমি তোমাকে হারাবার পর বার বার তোমাকেই ভালোবেসেছি তোমার হাসিতে তোমার সাথে সবাই হাসবে কিন্তু তোমার কান্নায় দেখবে তুমি একাই কাঁদছো

আজও এই মনকে বোঝাতে পারলাম না তোমায় ভালো না বাসতে আজও সে তোমাকে ভালোবাসে আগে যে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথাই ব্যস্ত থাকত আছে আমার সাথে কথা না বলার জন্য বাহানা খোঁজে তাকে যেতে যাও তোমায় ছেড়ে যেতে চায় কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না তোমায় ভালোবেসেছি বহুবার ভালবেসেছি আর এই ভাবেই হাজার হাজার বছর ভালবেসে যাবসত্যি তো এটাই , যে হৃদয়ে থাকে , সে ভাগ্যে থাকে না

কিছু মানুষ পাবেনা জেনেও সারাজীবন একজনকেই ভালোবেসে যায় খুব কম মানুষই সত্যি ভালোবাসি কারণ সত্যি ভালোবাসার দাম সবাই দিতে পারে না যে ভালোবাসাকে নিয়ে খেলা করে সেই ভালোবাসার মানুষ পায় আমি তাকে চাই না যে আমার কাছে শুধুই চাইবে আমি তাকে চাই যার কাঁধে আমি মাথা রেখে কাঁদতে পারবো

কখনো আমি ভাবি নি তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাবে তাই আর যাই হোক তোমায় কোনদিন ভুলতে পারবো না না বলা ভালোবাসা গুলোই সত্যিকারের হয় যা দূর থেকে হয় কখনো প্রকাশ করা হয় না নিজের স্বার্থ ফুরিয়ে গেলে সবাই চলে যায় সবশেষে নিজেকে একাই থাকতে হয়

উপসংহার

বন্ধুরা, আশা করছি আজকের Top 60+ Best Emotional Quotes In Bengali With Images (2023) আপনাদের পছন্দ হয়েছে।
কেমন লাগলো আজকের এই Quotes গুলো, আপনার কোনটি প্রিয় ছিল সেটি আপনি কমেন্টে লিখতে ভুলবেন না।

এরকম আরও ভালো ভালো Quotes পেতে আমাদের সাইটটি (Quotesinbengali.in) ভিজিট করতে থাকুন।

পোস্টটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও কোনও মতামত থাকলে আপনি তা নীচে লিখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: