Inspirational Top 80+ Best Motivational Quotes In Bengali (2023)

Today we will talk about Inspirational Motivational Quotes In Bengali. We’ve discussed 80+ motivational quotes in Bengali. After reading these motivational quotes in Bengali your life will change. SO, read the complete article.
আশা করছি সবাই ভালো আছেন।আজকে আমরা একটি নতুন পোস্ট নিয়ে চলে এসেছি।
Motivational Quotes In Bengali নিয়ে আমরা আজ কথা বলবো। আমরা সেরা ৮০+ টি মোটিভেশনাল কোয়েটস নিয়ে আলোচনা করেছি |I hope everyone is well. Today we have come up with a new post.
Today we will talk about Motivational Quotes In Bengali. We’ve discussed 80+ motivational quotes in Bengali.আমরা বিভিন্ন Quotes সবাই দেখতে পছন্দ করি কিন্তু সেগুলি আমাদের বাংলায় ভাষায় সব পাওয়া যায়না, তাই এই সুবিধা দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একমাত্র বাংলায় ওয়েবসাইট www.quotesinbengali.inWe all like to see different Quotes but they are not all available in our Bengali language, so to give this facility we have brought to you the only Bengali website www.quotesinbengali.inবর্তমানে এত কাজের চাপ এবং নানা ধরনের চিন্তা সেজন্য আমরা হতাশ হয়ে পড়ি তাই আমাদের এগিয়ে দেওয়ার জন্য কিছু মোটিভেশন প্রয়োজন তাই বাংলা ভাষায় এই Motivational Quotes In Bengali আপনারা পাবেন বিনামূল্যে আমাদের এই ওয়েবসাইটে।At present we are frustrated due to so much work pressure and various kinds of thoughts so we need some motivation to move forward so you can get these Motivational Quotes In Bengali for free on our website.

আমরা সাধারণত সবাই Bengali quotes, Bengali Status, Bengali shayari প্রভৃতি শেয়ার করে থাকি। আজকের এই ব্লগে আমরা সেরা ৭৫টি Motivational Quotes দেখব। আশা করছি আপনাদেরও এটি ভালো লাগবে পরবর্তী আরো নানা ধরনের Motivational Quotes In Bengali পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।We usually share Bengali quotes, Bengali Status, Bengali Shayari, etc. In today’s blog, we will look at the top 75+ Motivational Quotes. We hope you enjoy it too. Stay tuned to get more Motivational Quotes In Bengali.

নানা ধরনের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আমাদের পজিটিভ চিন্তা করা প্রয়োজন,এইরকম Postitive Quotes In Bengali আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য তুলে ধরলাম। এর পরবর্তীতে আরও নতুন নতুন এইরকমই Postive Quotes In Bengali আপনারা পেতে থাকবেন।

We need to think positively to stay away from various types of negativity, such as Positive Quotes In Bengali on our website for you. After this, you will continue to get more and more new Positive Quotes In Bengali.

আসুন তাহলে বেশি কথা না বলে দেখে নেয়া যাক আজকের সেরা Motivation Quotes গুলি।
Let’s take a look at today’s best Motivation Quotes without talking too much.

Top 80+ Motivational Quotes In Bengali 2023

যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয় তাহলে পুরনো কথা বলতে ভুলতে শিখুন

যত স্বপ্ন দেখো না কেন মনে রাখবে স্বপ্ন সত্যি তোমাকেই করতে হবে

সহজে কোন কিছু হয়না যদি নিজের জীবনে বড় কিছু করতে হয় তবে তোমাকে কষ্ট করতে হবে

মায়া কাটানো শেখো কারণ তোমার এগিয়ে যাওয়ার পথে একমাত্র এগুলি বাধা হতে পারে

আগে জীবনের লক্ষ্য স্থির করো বাকিটা এমনিতেই হয়ে যাবে

লড়াই করতে শেখো লড়াই না করলে কখনো জয়ী হওয়া যায় না

জীবন যতটা সহজ আজ কাটছে কাল নাও করতে পারে তাই ভবিষ্যতের কথা ভাবো

কোন কিছুই চিরস্থায়ী নয় তাই কোন কিছুর উপর মিথ্যা মোহ করোনা

তোমার এগিয়ে যাওয়ার পথে সেই মানুষটিকে তোমার সাথে নাও যে তোমার কিছু না থাকলে তোমায় ছেড়ে কখনো যাবে না

জীবনে বড় কিছু হতে গেলে যত লাগে এমনটা না দেখতে হয় স্বপ্ন আর মনে থাকতে হয় সেই স্বপ্ন সত্যি করার ক্ষমতা

যদি তুমি অপেক্ষা করতে পারো তবে একদিন ঠিক দেখবে তোমার ভালো সময় আসবে

তুমি কাল যা করেছিলে আজও যদি সেই একই কাজ করো তবে তুমি যেখানে আছ সেখানেই থেকে যাবে যদি কিছু করতে হয় রোজ নতুন কিছু চেষ্টা করো

যদি আপনি বিশ্বাস করেন এটি কার্যকর হয় তবে আপনি সুযোগগুলি দেখতে পাবেন। যদি আপনি বিশ্বাস করেন না যে এটি কার্যকর হবে তবে আপনি বাধাগুলি দেখতে পাবেন

যদি সুযোগটি নক না করে তবে একটি দরজা তৈরি করুন

জীবনের এই চলার পথে দেখবে কত মানুষ আসবে যাবে কিন্তু খুব কম মানুষই শেষ সময় তোমার পাশে থাকবে

তোমায় ছেড়ে যারা ভালো আছে তুমিও তাদের ছেড়ে ভালো থাকতে শেখো এতেই তোমার ভালো

নিজের ভালো যদি তুমি নিজে না বুঝতে পারো তাহলে দুনিয়ায় কেউ তোমায় বোঝাতে পারবে না

সময়টা আজ হয়তো খারাপ চেষ্টা করো ভালো কাজ করো একদিন তোমারও ঠিক সময় আসবে

যদি কাউকে ভুলে যেতেই হয় ভুলে যাও কিন্তু ভুলে যাওয়ার জন্য মনে রেখো না

তোমার কবে দেখা পাবো জানা নেই তবে একদিন পাব এই বিশ্বাস আছে

কাঁচ ভেঙে গেলে যেমন আর জোড়া লাগে না তেমন কিছু সম্পর্ক কখনো জোড়া লাগে না

যদি কাউকে ভালোবাসি বলতে হয় বলে দাও নয়তো অন্য কেউ তোমার সুযোগটা হাতছাড়া করে দেবে

জীবনে কখনো আশা ছেড়ো না মনে রাখবে আজ না হয় কাল তুমি জিতবেই

খারাপ সময় জীবনে আসবেই কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে

আজ তোমার কাছে অর্থের অভাব তুমি ভাবছো অর্থ হলে হয়তো তুমি সুখী হয়ে যাবে কিন্তু না তোমার যা আছে সেটুকু তে যেদিন খুশি থাকতে শিখে যাবে সেদিনই তুমি সুখী হবে

ছেড়ে যাবে না বলা মানুষগুলো আগে তোমায় ছেড়ে যাবে তাই সেটি ভেবেই কারো সাথে সম্পর্ক করুন

জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিনই তুমি সফল হয়ে যাবে

কখনো অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করোনা মনে রাখবে তোমার জন্ম হয়েছে পৃথিবীতে তুমি হয়ে তাই যা তুমি পারবে তা কেউ পারবে না

আমি কখনো ব্যর্থ হইনি আমি সফলতার কয়েক ধাপ এগিয়েছে মাত্র । একজন সফল ব্যক্তির সফলতার কারণ একটাই সে অনেক পরিশ্রম করেছে পরিশ্রমের কোন বিকল্প হয় না

মনে রাখবে তোমার চলার পথে যত কঠিন বাধা তুমি পাবে ততই জীবনে উপরে উঠবে

ভালো রাখতে শেখো দেখবে অন্যের ভালো তুই নিজের সুখ খুঁজে পাবে

যারা আপনাকে নিয়ে ঠাট্টা করে তাদের কথা ভাববেন যখন আপনি জীবনে বড় কিছু করবেন তখন তারাই আপনার দিকে তাকিয়ে হাততালি দেবে

মনে রাখবে তুমি চলার পথে যত কঠিন বাধা পাবে ততই তাড়াতাড়ি সফলতার দোরগোড়ায় পৌঁছাবে

না আমি হারতে শিখিনি, এটি যদি সবসময় মনে রাখো তোমাকে কেউ হারাতে পারবে না

জীবনকে তুমি যেমন ভাবে পরিচালনা করবে জীবন তোমাকে তেমন টাই ফিরিয়ে দেবে

স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষেরই থাকে

এগিয়ে যাও চলার পথে কখনো থেমে থেকো না চলতে চলতে একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে

লোকে যাই বলুক তাদের বলতে দাও তুমি তোমার কাজ করে যাও একদিন তুমি তোমার কাজে সফল হবে ওই লোকটা নয়

ভালো থাকবো আরো ভালো রাখবো- এই দুটো শব্দ জীবনে তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে

যারা হার মানেনি বারবার ভাঙলেও চলার পথে এগিয়ে গেছে তারাই জীবনে সফলতা পেয়েছে

কাল নয় যদি কিছু শুরু করতেই হয় কাল নয় আজ থেকেই করো

বাড়ির লোক কি আপনাকে বলছে তোমার দ্বারা কিছু হবে না, ভুলে যাও তাদের কথা, আমি জানি তুমি পারবে তুমি ছাড়া আর কেউ পারবে না।

চিন্তা করতে শিখুন কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন
সাফল্য একবারই পাওয়া যায় না এর জন্য চেষ্টা করতে হয় রোজ কষ্ট করতে হয় তবেই সফলতা মেলে

সফলতার সহজ সূত্র জানতে চাও ? ইচ্ছা

চিন্তা মনে করো কাজ বাস্তবে করো

অন্যের সাথে তুলনা করে আপনি সফল বা অসফল বিচার করতে যাবেন না, আপনার যেটুকু আছে সেটুকু নিয়ে যখন আপনি খুশি থাকতে শিখে যাবেন ঠিক তখনই আপনি জীবনে সফল

সাফল্য-ব্যর্থতা দুটোই একে অন্যের প্রতিরূপ, কখনোই একটা ছাড়া আরেকটা পাওয়া সম্ভব না

যদি চিন্তা করতে হয় বড় চিন্তা করুন কারণ চিন্তা যদি বড় করেন তবে ঠিক কিছু না কিছু আপনি করে নেবেন আর যদি চিন্তা ছোট করেন আপনার কাজটিও ছোটই হবে

দূর থেকে মার্সিডিজ গাড়ি নিয়ে তাকে আসতে দেখে ভাবছেন সে সুখী

আপনি হয়তো জানেন না আজ সে পয়সার পিছনে দৌড়ে সবচাইতে দুঃখী

হ্যাঁ স্বপ্ন দেখুন রোজ স্বপ্ন দেখুন আর সকালে উঠে সেই স্বপ্ন সত্যি করার জন্য প্রাণপন চেষ্টা করুন

আমাদের যদি স্বপ্নগুলি অনুসরণ করার সাহস হয় তবে আমাদের সমস্ত স্বপ্ন সত্য হতে পারে

কখনও হাল ছাড়েন না এমন ব্যক্তিকে পরাজিত করা শক্ত

লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কতদূর যেতে পারেন তবে এতদূর যান যে আপনি তাদের আর শুনতে পাচ্ছেন না।

আপনাকে ভয় দেখায় এমন একটি কাজ প্রতিদিন করুন

সুখ তৈরির মতো কিছু নয়। এটা আপনার নিজের কর্ম থেকে আসে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো

যারা অপেক্ষা করেন তাদের কাছে জিনিসগুলি আসতে পারে তবে কেবল যারা হুড়োহুড়ি করে তারা কেবল জিনিসগুলি রেখে যায়

এটি কত আশ্চর্যজনক যে বিশ্বের উন্নতি করতে শুরু করার আগে কারও এক মুহুর্তও অপেক্ষা করা উচিত নয়।

কঠিন দিনগুলি আপনাকে আরও শক্তিশালী করে তোলে

যদি আপনি বিশ্বাস করেন এটি কার্যকর হয় তবে আপনি সুযোগগুলি দেখতে পাবেন। যদি আপনি বিশ্বাস করেন না যে এটি কার্যকর হবে তবে আপনি বাধাগুলি দেখতে পাবেন

যদি সুযোগটি নক না করে তবে একটি দরজা তৈরি করুন

নিঃশব্দে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য যেন আওয়াজ হয়

বেশিরভাগ লোকেরা সুযোগটি হাতছাড়া করেন কারণ এটি সামগ্রিক পোশাক পরে এবং কাজের মতো দেখায়

কেউ আপনাকে কৃতিত্ব দেয় না বলে কখনই নিজের সেরা কাজ বন্ধ করবেন না

আপনি যা চান তার জন্য কঠোর পরিশ্রম করুন কারণ এটি লড়াই ছাড়া আপনার কাছে আসবে না

কঠোর পরিশ্রম করুন, সদয় হন এবং আশ্চর্যজনক জিনিসগুলি ঘটবে

আপনি যদি প্রতিদিন কিছুটা কাজ করেন তবে আপনার বিশাল আকারের কিছু শেষ হয়

উপসংহার

বন্ধুরা, আশা করছি আজকের Top 80+ Motivational Quotes In Bengali 2023 আপনাদের পছন্দ হয়েছে।
কেমন লাগলো আজকের এই Motivational Quotes গুলো, আপনার কোনটি প্রিয় ছিল সেটি আপনি কমেন্টে লিখতে ভুলবেন না।
এরকম আরো ভালো ভালো Quotes পেতে আমাদের সাইটটি (Quotesinbengali.in) ভিজিট করতে থাকুন।

পোস্টটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও কোনও মতামত থাকলে আপনি তা নীচে লিখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: