Ekla Ghor [একলা ঘর]Lyrics In Bengali | Fossils

Ekla Ghor [একলা ঘর]Lyrics in bengali-Fossils

Ekla Ghor full song’s Lyrics,Notations,Scale and other informations from Band Fossils PDF File Download. This song is sung by Rupam Islam . So Friends lets read this Lyrics and We Share This With our Friends by Facebook,Whatsapp,Message or others Sharing app and Download Pdf file.

Song Informations

Song: Ekla Ghor

Singer: Rupam Islam

Album: Fossils

Band: Fossils

Music On Youtube: Asha Audio

Ekla Ghor Lyrics in bengali-Fossils

এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়
আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায়

এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়
আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায়

না না কাঁদছি না তোমায় ভাবছি না
মনে পড়ছে না তোমাকেই
তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই
সেই ক্ষতিতেই

বন্ধুদের ভিড়েও একলা একলা
আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার
পাল্টাচ্ছে না এই অবস্থাটা
যদিও পাল্টে যাওয়াই দরকার
তোমার বাড়ির পথে চলেছি আবার
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়
জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি
নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়

বন্ধুদের ভিড়েও একলা একলা
আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার
পাল্টাচ্ছে না এই অবস্থাটা
যদিও পাল্টে যাওয়াই দরকার
তোমার বাড়ির পথে চলেছি আবার
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়
জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি
নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়

না না যাচ্ছি না কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সে পথটাকেই
তবু চাচ্ছি কি ফিরে চাচ্ছি কি
সেই ভুলে যাওয়া তোমাকেই
সেই তোমাকেই

না না কাঁদছি না তোমায় ভাবছি না
মনে পড়ছে না তোমাকেই
তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই

না না যাচ্ছি না কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সে পথটাকেই
তবু চাচ্ছি কি ফিরে চাচ্ছি কি
সেই ভুলে যাওয়া তোমাকেই
সেই তোমাকেই
তোমাকেই
তোমাকেই
সেই তোমাকেই

Ekla Ghor Lyrics in English

Ei ekla ghor amar desh
Amar ekla thakar ovvesh
Aami kichutei bhabbo na Tomar kotha
Boba tele phoner pashe bose
Tobu govir rater agovir cinemay
Jodi prem chay natuke biday
Ami achhonno hoye porechi abar
Dekhi chokh vije jaye kannay

Ei ekla ghor amar desh
Amar ekla thakar ovvesh
Aami kichutei bhabbo na Tomar kotha
Boba tele phoner pashe bose
Tobu govir rater agovir cinemay
Jodi prem chay natuke biday
Ami achhonno hoye porechi abar
Dekhi chokh vije jaye kannay

Na na kadchi na
Tomay vabchi na
Mone porche na tomake
Tobu jachhi ki fire jachhi ki
Sei fele asa otitte
Sei khotitte

Bondhuder bhireo ekla ekla ami
Khuje phiri lokhho amar
Paltachhena ei obostha ta
Jodiyo palte jayoai dorkar

Tomar barir pothe cholechi abar
dai brishti ta songgo amay
Janalar kanche tumi dekhte pabe ki
naki jhapsata ghor borshay

Bondhuder bhireo ekla ekla ami
Khuje phiri lokhho amar
Paltachhena ei obostha ta
Jodiyo palte jayoai dorkar

Tomar barir pothe cholechi abar
dai brishti ta songgo amay
Janalar kanche tumi dekhte pabe ki
naki jhapsata ghor borshay

Na na jachhi na
Kothayo jachhi na
Khuje pachhi na se pothtake
Tobu jachhi ki fire jachhe ki
Sei bhule jawa tomake sei tomake

Na na kadchi na
Tomay vabchi na
Mone porche na tomake
Tobu jachhi ki fire jachhi ki
Sei fele asa otite

Na na jachhi na
Kothayo jachhi na
Khuje pachhi na se poth take
Tobu jachhi ki fire jachhi ki
Sei bhule jawa tomake
sei tomake
Tomakei
tomakei
sei tomake

Notation

Ekla Ghor Lyrics in bengali-Fossils

We hope you can find that Lyrics and Notations What You Want to Reads from
[Ekla Ghor Lyrics in bengali-Fossils]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: